সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সুকান্তর আবৃত্তি অ্যালবাম হে চিরঞ্জীব

শোবিজ প্রতিবেদক

স্বাধীনতার সংগ্রামমুখর দিনগুলো থেকে বর্তমানকাল অবধি বাংলার কবিরা বহুমাত্রিক অনুভবে সাজিয়েছেন এবং সাজিয়ে চলেছেন তাঁদের ভালোবাসার মুজিবকে। ভালোবাসার সেসব কবিতা থেকে নির্বাচিত কিছু কবিতা নিয়ে সুকান্তর আবৃত্তি অ্যালবাম ‘হে চিরঞ্জীব’। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে জি সিরিজ অগ্নিবীণা হতে বের হয়েছে আবৃত্তি শিল্পী, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্তর একক আবৃত্তি অ্যালবাম হে চিরঞ্জীব। এতে ঠাঁই পেয়েছে জাতির পিতাকে নিবেদিত ১৫টি কবিতার আবৃত্তি। আবৃত্তি অ্যালবামটির আবহ সংগীতে ছিলেন ওপার বাংলার বরেণ্য সংগীত পরিচালক শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদ করেছেন অরূপ বাউল। এটি সুকান্তর নবম আবৃত্তি অ্যালবাম। আবৃত্তি অ্যালবামটি রেডিও জিজি টেকনোলজি, রঙ বাংলাদেশে পাওয়া যাবে।

 

সর্বশেষ খবর