বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কানাডায় প্রশংসিত ‘শনিবার বিকেল’

শোবিজ প্রতিবেদক

কানাডায় প্রশংসিত ‘শনিবার বিকেল’

কানাডার টরেন্টোতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রদর্শিত হয় মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। ছবিটি দেখে প্রশংসা করেন হলভর্তি দর্শক। উৎসবের বেশির ভাগ দর্শক ছিলেন প্রবাসী বাঙালি। ছবি প্রদর্শনের পর বাংলাদেশের সেন্সর বোর্ড মুক্তি আটকে রাখায় এ সময় প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা ফারুকী নিজেও। প্রশ্নোত্তর পর্বে দর্শকরা তাঁর কাছে জানতে চান- ‘সিনেমাটি বাংলাদেশে আটকে রাখা হয়েছে কেন?’ প্রায় তিন বছর ধরে দেশের সেন্সরের গ্যাঁড়াকলে আটকে আছে ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে পারে’- এমন আশঙ্কায় মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সে সময়ই আপিল করে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘদিনেও কোনো সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড। সম্প্রতি সিনেমাটি মুক্তি দিতে সরব হয়েছেন দেশের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা।

সর্বশেষ খবর