কানাডার টরন্টোয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তার আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, সেই দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ নামে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিবিড় কুমার ছিলেন গাড়ির চালক। বাকিরা ছিলেন যাত্রী। দুর্ঘটনার কবলে পড়ে আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান। তৃতীয়জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিবিড়কেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। মৃত তিনজনসহ নিবিড় আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরন্টোয় বসবাস করতেন। ছেলের আহত হওয়ার খবর পেয়ে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। এদিকে আজ বুধবার সকাল থেকেই নিবিড়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নানা গণমাধ্যমে। তাই নিশ্চিত না হয়ে এ ধরনের খবর না ছড়াতে অনুরোধ জানিয়েছে শিল্পীর পরিবার।