শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

অভিভাবকহীন অপু

শোবিজ প্রতিবেদক

অভিভাবকহীন অপু

‘আমরা চলচ্চিত্রের মানুষ একবারেই অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের মাথার ওপর ছায়া বলতে যা বোঝায় মানে মুরব্বি বা অভিভাবক- সবাই একে একে আমাদের ছেড়ে পরপারে চলে যাচ্ছেন। সর্বশেষ শ্রদ্ধেয় ফারুক ভাই চলে গেলেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ অপু প্রশ্ন রেখে বলেন, চলচ্চিত্র জগতে এখন অভিভাবক বলতে কে আর আছে বলুন। রাজ্জাক সাহেব চলে গেলেন আরও অনেক মুরব্বি আমরা হারিয়েছি অল্প কয়েক বছরে। এখন বেঁচে আছেন সোহেল রানা, আলমগীর, উজ্জ্বল সাহেব। তাঁদেরও বয়স হয়েছে। অনেকে আবার অসুস্থ। সিনিয়র অভিনেত্রীদের মধ্যে শাবানা ম্যাডাম অনেক আগেই প্রবাসী হয়েছেন। সুচন্দা ম্যামেরও বয়স হয়েছে। তাই চাইলেই তিনি আগের মতো সব জায়গায় মুভ করতে পারেন না। ববিতা আপা বছরের বেশির ভাগ সময় বিদেশে থাকেন। সুজাতা, সুচরিতা, অঞ্জনা ম্যামরা আমাদের দেশে আছেন। তারপরও তাঁরা তাঁদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ফলে তাঁদের কোনো বিষয়ে সবসময় বিরক্ত করা যায় না। আরও অনেক সিনিয়র অভিনেতা-অভিনেত্রী আছেন, বয়স হয়েছে বলে তাঁরাও চলচ্চিত্র জগৎ থেকে দূরে আছেন। এতে করে আমরা এখনকার চলচ্চিত্রের মানুষ কোনো সমস্যায় পড়লে খুব অসহায় বোধ করি। মনে হয় আমরা অভিভাবকশূন্য হয়ে পড়েছি এবং এ কথাই সত্যি।

আমি আবারও বলছি, আমার মতো চলচ্চিত্রের মানুষ বা চলচ্চিত্রের বইরের যে কোনো পেশার মানুষের গাইডলাইনের জন্য অভিভাবকের ছায়া অতি আবশ্যক। মুরব্বিরা পরামর্শ উপদেশ দিয়ে সন্তানতুল্যদের চলার পথ সুগম করে দেন। যে কোনো বিপদ-আপদ থেকে উদ্ধার করেন। তাই চলচ্চিত্রের মানুষ এখন অভিভাবকের অভাবে প্রায় অসহায় বলা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর