বাংলাদেশে তার এত ফ্যান দেখে উচ্ছ্বসিত বলে জানিয়েছেন জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক ঔজচিভিত। তিনি বলেন, ‘আমি বিভিন্ন দেশে গিয়েছি, তবে বাংলাদেশিদের মতো এত আবেগি ফ্যান দেখিনি। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি।’ রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আচেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুষ্ঠানে এ উচ্ছ্বাসের কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত ঘোষণা দেওয়া হয়। তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এক সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত- শীর্ষক পদক্ষেপের ঘোষণা দেয়। আয়োজনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ, আর্চেলিকের সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক মিস হানদান আবদুর রাহমানোগলু এবং সিঙ্গার বাংলাদেশের এই রূপান্তর যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসাডর জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ঔজচিভিত। এ বছরের শুরুতে সিঙ্গার বাংলাদেশ নতুন লক্ষ্যের সঙ্গে মিল রেখে ম্যানুফ্যাকচারিং প্লান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্ক স্পেস-সহ বেশ কিছু রূপান্তরের ঘোষণা দেয়। প্রেস বিজ্ঞপ্তি