কয়েক মাস ধরে নিজের দুই সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অবশেষে দেশের দর্শকের সামনে আসছেন তিনি। ২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। এদিন সারা দেশে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিল তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, সবই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে।