নতুন ছবি 'প্রেম রতন ধন পাও' এ সালমান খান ও সোনম কাপুর একসঙ্গে জুটি বাঁধছেন। ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এনডি স্টুডিওতে। তবে সালমান জুনের ২৫এর পর থেকেই তার শ্যুটিং শুরু করবেন। জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই শ্যুটিং।
এরপরের অংশের শ্যুটিং শুরু হবে জুলাইয়ের শেষের দিকে। প্রায় ১৫ বছর সুরজ বারজাত্য ফের পরিচালক হিসেবে ফিরে আসতে চলেছেন এই ছবির মাধ্যমে।
এই ছবিতে আরও অভিনয় করবেন অনুপম খের, নীল নীতিন মুকেশ, স্বারা ভাস্কর ও দীপক দোব্রিয়াল।