চলতি বছর এপ্রিলে অনেকটা চুপিচুপি আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে সেড়ে ফেলেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী রাণী মুখার্জী। সাধারণত বিয়ের পরেই মেয়েদেরকে সাধারণত তাদের নামের পদবী বদলাতে দেখা যায়। কিন্তু তা করতে নারাজ রাণী মুখার্জী।
এ বিষয়ে রাণী বলেন, ‘আমি আমার নাম ভালবাসি। আর আমি এখন এটাই বজায় রাখতে চাই। বলিউডে অভিনয়ের বদৌলতে সবাই আমাকে রাণী মুখার্জী হিসেবেই চেনে। আর তারা এ নামেই আমাকে আগামী দিনে চিনবে। আমি যখন আমার সন্তানদের স্কুলে ভর্তি করাব কেবল তখনই পদবী বদলাব। কিন্তু আমার ভক্তদের কাছে আমি চিরকাল রাণী মুখার্জীই থাকব।’
একটা সময় ছিল যখন বাঙালিরাই ছিলেন বলিউডের মাথা। রাণীর পরিবারও বরাবরই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। সেকারণেই বোধহয় বলিউডে নিজের বাঙালি আধিপত্য ছাড়তে নারাজ রাণী। আপাতত তিনি তার নতুন মুভি ‘মরদানি’র শ্যুটিং নিয়েই ব্যস্ত। এতে তাকে দেখা যাবে এক মহিলা পুলিশের চরিত্রে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মুভিটির ট্রেলার। এটি মুক্তি পেতে চলেছে আগামী ২২ আগস্ট। বিয়ের পর এটাই রাণীর প্রথম মুভি।