ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের ঘোর বিপক্ষে। অবশ্য এবারের বিশ্বকাপে দুটি দেশের খেলাই দেখছি। আর্জেন্টিনার খেলা দেখছি দলটির জেতার প্রত্যাশা নিয়ে আর ব্রাজিলেরটা দেখছি এরা যাতে হারে সেই চাওয়া নিয়ে। এবার শুরুর দিকে এ দুই দলেরই ফর্ম ভালো ছিল না। ইরানের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখে তো হতাশায় পড়ে গিয়েছিলাম। আমার প্রত্যাশা, মেসির পায়ের জাদুতে বিশ্বকাপ ছিনিয়ে নেবে আর্জেন্টিনা। আমি শৈশবে ম্যারাডোনার ভক্ত ছিলাম। এখন সেই জায়গা দখল করেছেন মেসি। তার খেলায় আলাদা কৌশল আছে, যা বিশ্বের অন্য কোনো খেলোয়াড়ের নেই। পাশাপাশি নেইমারের খেলাও ভালো লাগে।