নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। আলভী আহমেদের 'ইউটার্ন' চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শীঘ্রই 'ইউটার্ন' ছবির শুটিং শুরু হবে। আর তাই নাটকে অভিনয়ের চেয়ে এ ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিয়েই বেশি ব্যস্ত হয়ে যাবেন তিনি। যে কারণে আসছে ঈদের নাটকে খুব বেশি কাজ করার তেমন কোন সম্ভাবনা নেই তার। মৌটুসী বলেন, 'চলচ্চিত্র একটা বড় বিষয়। তাই অভিনয়ের প্রস্তুতি, চরিত্রের সঙ্গে বোঝাপড়ার জন্য সময় দিতে হবে।'
চলচ্চিত্রে মৌটুসীর অভিষেক ঘটে মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' ছবিতে অভিনয় করে। রাফায়েল পরিচালিত 'ছয় নয়' ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। সেই হিসেবে 'ইউটার্ন' তার তৃতীয় চলচ্চিত্র। আগের ছবিগুলোতে সুখকর কোন স্মৃতি নেই তার। তাই এই ছবিতে সেই ঘাটতি পূরণ করতে চান মৌটুসী।