দর্শকদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আক্ষেপের সঙ্গে বললেন, 'বলিউডে এখনও কেন্দ্রীয় চরিত্রে নারী অভিনীত সিনেমাকে স্বাগত জানানো হয় না। আমাদের পিতৃতান্ত্রিক সমাজে নারীদের মেধার স্বীকৃতি দেয়া হচ্ছে না। আমাদের খুব শিগগিরই বলিউডে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে। আর এটি করতে হলে দর্শকদেরও মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। পক্ষপাতমূলক মানসিকতা নিয়ে সিনেমা দেখা যাবে না।'
আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা ‘মেরি কম’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই এ কথা বলেন প্রিয়াঙ্কা।
২০০২ সালে তামিল সিনেমা ‘ঠামিজানে’ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। তামিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করলেও তিনি খ্যাতি অর্জন করেন হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে। তার প্রথম হিন্দি সিনেমা ‘আন্দাজ’।