মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজের জীবনে এরই মধ্যে তিন বার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সম্প্রতি লোপেজ তার চতুর্থ বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন।
বান্ধবী চেলসি হ্যান্ডলারের উপস্থাপনায় একটি টক-শোতে হ্যান্ডলার লোপেজকে তার জীবনের অতীতের রোমান্স এবং সামনের পরিকল্পনা সম্পর্কে বলতে এক প্রকার বাধ্য করেন। এ সময় লোপেজ তার চতুর্থ বিয়ের সিদ্ধান্তের কথা জানান।
লোপেজ সর্বপ্রথম ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে এক কিউবান ওয়েটারকে বিয়ে করেন। ১৯৯৮ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়।
২০০১ সালের সেপ্টেম্বর মাসে ব্যাক-আপ ড্যান্সার ক্রিশ জাডকে বিয়ে করেন লোপেজ। ২০০২ সালের জুন মাসে তাদের বিচ্ছেদ হয়। সর্বশেষ ২০০৪ সালে সঙ্গীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। অ্যান্থনির সাথে লোপেজের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।