তারকা বনে যাওয়ার পর সময় সচেতনতার দরকার পড়ে না। বরং সময়মতো কাজ করলেই বাজার থাকে না! সেরা শিল্পী হলে তো কথাই নেই। শুটিংয়ে দেরি করে আসবেন সেটাই তো স্বাভাবিক! কিন্তু বলিউড তারকা দীপিকা একেবারেই উল্টো। নামকরা ও ব্যবসাসফল কয়েকটি মুভি করার পর এখন সেরা সময় যাচ্ছে তার। মুক্তির অপেক্ষায় থাকা 'ফাইন্ডিং ফান' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এর প্রচারণার কাজে বিশ্বভ্রমণসহ কোনো কিছুতেই বাদ নেই এ হার্টথ্রবের। কিছুদিনের মধ্যেই আবার সঞ্জয়লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' মুভিতেও অভিনয় শুরু করতে যাচ্ছেন। কিন্তু দীপিকা এত কিছু সামলাচ্ছেন খুব পরিপাটিভাবে। যেখানে যতটার সময় যাওয়ার কথা, ঠিক তখনই উপস্থিত সেখানে। তাই দীপিকাকে এখন সবাই সময়-ব্যবস্থাপনার রানী হিসেবেও ডাকছেন।