আজ জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের জন্মদিন। একান্ত পারিবারিকভাবে দিনটি পালন করবেন বলে তিনি জানান। শুভ্রদেব জানান, 'আমি সবসময় চেষ্টা করি এ দিনটি পারিবারিকভাবে পালন করতে। এ ছাড়া আজ আরটিভি ও বৈশাখী টেলিভিশনে আমার দুটি অনুষ্ঠান আছে।
এ ছাড়া ঈদে শুভ্রদেবের ২৬তম একক অ্যালবাম 'জলছবি' প্রকাশ করে দারুণ সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। রোমান্টিক ঘরানার আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এগুলোর মধ্যে রয়েছে- 'জলছবি', 'তোমার আর আমার', 'সামনে দাঁড়ালে', 'যেতে পারবে না' প্রভৃতি। গানগুলো লিখেছেন কবির বকুল, শহীদুল্লাহ ফরায়েজী, লিটন অধিকারী রিন্টু ও উৎপল দাস। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন রকেট মণ্ডল, পঙ্কজ, জেকে এবং শুভ্রদেব নিজে। উল্লেখ্য, এর আগে ২০১০ সালে তার ক্যারিয়ারের ২৫তম একক অ্যালবাম 'দিও না পরানে যাতনা' প্রকশিত হয়েছিল। এ অ্যালবামের আটটি গানেরই কথা লেখেন ও সুর করেন আরমান খান। অ্যালবামটি শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে।