অভিনেতা কিংবা অ্যাকশন স্টার হিসেবে খ্যাতি পাওয়ার আর কিছু বাকি নেই। ৬৮ বছর বয়সে পৌঁছেও তিনি একের পর এক ছবিতে অভিনয় করেই চলেছেন। আজ 'এক্সপেনডেবলস' তো কাল 'র্যাম্বো'। কিন্তু এরপর কী? পর্দায় যাকে দর্শকরা দেখেন সেই মানুষটা পর্দার আড়ালে কেমন? এই প্রশ্নের উত্তর দিতে চলেছেন স্ট্যালন স্বয়ং।
তবে কোনো বই লিখে নয়, নিজেকে নিয়েই খোদ একটা ছবি বানাতে চলেছেন তিনি। নিজের বায়োপিক তৈরি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলভেসটার স্ট্যালন। এর আগেও একগাদা ছবির গল্প লিখেছেন, পরিচালনার কাজও করেছেন। এবার নিজের জীবন নিয়ে চিত্রনাট্য লেখার পালা।
ছোট থেকে বড় হয়ে ওঠা, হলিউডে আসা, ক্যারিয়ারের জন্য স্ট্রাগল এবং শেষ পর্যন্ত সাফল্য- সব মিলিয়ে তার জীবনের সব ক'টা দিকই ধরা পড়তে চলেছে এই ছবিতে। বিখ্যাত এ হলিউড অভিনেতার মা জ্যাকি একথা জানিয়েছেন।
তিনি বলেন, 'সিলভেসটারের হাতে 'র্যাম্বো ফাইভ' ছবির কাজ রয়েছে এখন। এরপর 'এক্সপ্যানডেবল ফোর'-এর শ্যুটিং করতে ও যাবে বুদাপেস্ট। তার মাঝখানে বায়োগ্রাফির শ্যুটিংয়ের কাজটাও সেরে ফেলবে ও।'
তবে ছবিটিতে কারা অভিনয় করছেন, নিজের জীবন নিয়ে ছবিতে মুখ্য ভূমিকায় তিনি নিজেই অভিনয় করবেন কি না, এই সব তথ্য এখনো জানা যায়নি।