বিয়ের জন্য অভিনয় থেকে দূরে সরে আছেন বিন্দু। সবাইকে বলে বেড়াচ্ছিলেন, বিয়ের জন্য আপাতত অভিনয় বন্ধ। পরিবারের পছন্দে বিয়ে করছি।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, বিন্দু পারিবারিকভাবে বিয়ে করছেন সত্যি, তবে পছন্দ নিজের। প্রেম করেই বিয়ের করছেন তিনি। আর প্রেমের সময় থেকেই অভিনয় থেকে দূরে সরতে শুরু করেন তিনি। অভিনেতা আরেফিন শুভর সঙ্গে তার প্রেম ভেঙে যাওয়ার পর মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন বিন্দু। এই অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনেন ব্যবসায়ী আসিফ এস মালিক। এভাবেই তাদের প্রেম শুরু। আর সেই প্রেম এখন বিয়েতে গড়াচ্ছে।
এদিকে গত ২৬ আগস্ট দুপুরে ফেসবুকে বিন্দু তার প্রেমিক আসিফের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার জীবনে তাকে পেয়ে আমি সুখী।'
জানা গেছে, বিন্দুর হবু বর আসিফ অ্যাপারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা।