অনিমেষ আইচ এখন নিয়মিত চলচ্চিত্র নির্মাণের পথে। তার প্রথম ছবি 'না মানুষ' আর আলোর মুখ দেখছে না। তাই বলে ভেঙে পড়েননি তিনি। উঠে-পড়ে লেগেছেন চলচ্চিত্র নির্মাণ নিয়ে। আর তাই এরই মধ্যে নির্মাণ করেছেন 'জিরো ডিগ্রী' ছবিটি। এবার তিনি আরও একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর এই চলচ্চিত্রের শিরোনাম 'জেদ'। ছবিতে অনিমেষ শিল্পী হিসেবে নিচ্ছেন কলকাতার নায়ক পরমব্রতকে। আর পরমব্রতের নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের ছোটপর্দার শিল্পী ভাবনা। ছবির প্রি-প্রডাকশন নিয়ে অনিমেষ কলকাতা গিয়েছিলেন। তার সঙ্গে সেখানে গিয়েছিলেন ভাবনাও। গতকাল তারা ঢাকা ফিরেছেন। চূড়ান্ত করে এসেছেন পরমব্রতের অভিনয়ের বিষয়টি। আজ এ ছবির মহরত অনুষ্ঠিত হবে ঢাকার একটি অভিজাত হোটেলে।
অনিমেষ আইচের নতুন এ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রযোজনা সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির বিস্তারিত ঘোষণা করা হবে। আর এ ছবিতে টিভি তারকা ভাবনা অভিনয় করছেন। তার নায়ক হিসেবে পরমব্রতকে নেওয়া হতে পারে। শিল্পী নির্বাচনে থাকছে আরও নানা চমক। সব মিলিয়ে বিশাল আয়োজনে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।
ইমপ্রেস টেলিফিল্মের ইবনে হাসান খান বলেন, 'পরমব্রতের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে কথা হয়েছে। এখন পারিশ্রমিক নিয়ে কথা বলছি'।