নামী-দামী মডেলরা তাদের নগ্ন ছবি প্রকাশ করে যখন ‘আবেদনময়ী’ খেতাব জেতার প্রতিযোগিতায় ব্যস্ত। তখন কিম কার্দাশিয়ান, জেনিফার লরেন্স সহ অন্যান্য মডেলদের পেছনে ফেলে বিশ্বের ‘সেরা আবেদনময়ী নারী’খেতাব জিতেছেন মিশেল কিগ্যান।
‘এফএইচএম’ পত্রিকার আয়োজনে এক জরিপে এই খেতাব পেয়েছেন ব্রিটিশ এ অভিনেত্রী। সারা বিশ্বের অভিনেত্রী-মডেলদের মধ্যেই এ জরিপ করা হয়েছিল।
তবে হলিউডের অভিনেত্রীরাই পাঠকের ভোট পেয়েছেন বেশি। সেই ভোটেই সেরা হয়েছেন মিশেল। গত বছরের সেরা জেনিফার লরেন্স এবার হয়েছেন তৃতীয়।
অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্দাশিয়ানের শোয়ের বিখ্যাত স্টার কেন্ডাল জেনার। এছাড়া এ তালিকায় আরো রয়েছেন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, সুপারমডেল কেট আপটন সহ অনেকে।
‘করোনেশন স্ট্রিট’ শিরোনামের সিরিয়ালে মিশেল টিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
পরে একই শিরোনামের সিনেমাতেও অভিনয় করেন তিনি। ২০০৭ সালে হলিউডে পা রাখলেও এখনো উল্লেখযোগ্য কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল,২০১৫/নাবিল