ক্রিকেট নিয়ে নতুন একটি গান প্রকাশ করেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। গানটির শিরোনাম হচ্ছে, 'নাচো বাংলাদেশ'। শুধু তাই নয়, শাফিন এ গানটি টাইগারদের উৎসর্গ করেছেন। 'আয় তোরা আয়, বাংলার মেলায়/ তরুণের হস্য ধ্বনি পাওয়া যায়/ আয় তোরা আয়, বাংলার মেলায়/ তরুণীরা হাসি ছড়ায়'- এমন কথার গানটি লিখেছেন রনিম রহমান। এর সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি শাফিন গানটি অনলাইনে ও মুঠোফোনে প্রকাশ করেছেন। শাফিন বলেন, 'এটি একটি আনন্দ-উল্লাসের গান। যে কোনো উৎসবের সঙ্গেই গানটি মিশে যাবে। এর কথাগুলোও চমৎকার। বাংলার টাইগারদের উৎসাহ দিতে গানটি ইতিমধ্যেই আমি প্রকাশ করেছি। গানটি আমি তাদের উৎসর্গও করেছি। এ ছাড়া সম্প্রতি ভ্যালু অ্যাডেড সার্ভিস এসএমএস টুইট ও মুঠোফোনে আমি নতুন আরও দুটি গান প্রকাশ করেছি। এ গান দুটি হচ্ছে- আবার তোরা মানুষ হ এবং সেকেন্ড, মিনিট, ঘণ্টা।' এর মধ্যে রাজনৈতিক রেষারেষি ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে শাফিন 'আবার তোরা মানুষ হ' গানটি তৈরি করেছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের কথায় গানটির সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। অন্যদিকে, 'সেকেন্ড, মিনিট, ঘণ্টা' একটি প্রেমের গান। এর কথা লিখেছেন রনিম রহমান ও সুর-সংগীত করেছেন শাফিন। খুব শিগগিরই গানগুলো সিডি আকারে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।