বাবার সঙ্গে একমঞ্চে নাচার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। এমন অভিজ্ঞতা জানালেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। টুইটারে আজ সেই কথাই সকলের সঙ্গে ভাগ করলেন তিনি।
‘গব্বর ইজ ব্যাক'র অভিনেত্রী শ্রুতি গত রবিবার এক অনুষ্ঠানে তাঁর বাবা কমল হাসানের সঙ্গে একমঞ্চে নাচলেন। সেই বিশেষ মুহূর্তটি অসাধারণ, টুইটারে এমন কথাই জানিয়েছেন শ্রুতি। ১৯৯০ সালে নির্মিত তামিল ছবি ‘মাইকেল মাধানা কামা রাজনে’র গান ‘রাম বাম বাম আরাম বামে’র তালে নাচেন বাবা-মেয়ে জুটি। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন এই বাবা-মেয়ে জুটি। সেখানে তামিল ছবিতে অবদানের জন্য,এভিএম সারাভানানকে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন কমল হাসান।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫ / রোকেয়া।