অপেক্ষার পালা শেষ। ফের বড়পর্দায় দেখা যাবে ‘কৃষ’কে। টুইটারে পরিচালক রাকেশ রোশন এ ঘোষণা দিয়েছেন। মাত্রই গণেশ চতুর্থীর উদযাপন শেষ করেছে মুম্বাই। আর সেখানেই নাকি কৃষ-রূপী গণেশকে দেখে ফের ছবিটি তৈরির কথা ভাবেন তিনি।
রাকেশ রোশন বলেন, যখন আমার স্ত্রী কৃষ-রূপী গণপতি বাপ্পার ছবি দেওয়া টুইট দেখাল, আমি নিশ্চিত হলাম যে কৃষই আমাদের সত্যিকারের সুপারহিরো। আমি সঙ্গে সঙ্গে কৃষের পরের ছবি তৈরি করব মনস্থির করি।
রাকেশ আরও জানিয়েছেন, গণেশ যে কোনও শুভ কাজের সঙ্গে জড়িয়ে থাকে। তাই এর থেকে ভাল আর কিছু হতে পারে না। কৃষের জন্য বেশ কিছু গল্প তার মাথায় রয়েছে। আগামী বছরেই শুটিং শুরু হবে। আর তা পর্দায় আসবে আগামী ২০১৮-তে। সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা