বলিউডের ড্রিম গার্ল মানেই হেমামালিনী। কেউ এ নিয়ে তর্ক তুলবেন না। কিন্তু সবাই যাই ভাবুক না কেন, স্বয়ং ড্রিম গার্লই তো ভাবছেন অন্য কিছু। হেমামালিনী নিজেই বলছেন, তিনি নন, এখন বলিউডের ড্রিম গার্লের নাম দীপিকা পাড়ুকোন।
দীপিকা পাড়ুকোনের সময়টা দুর্দান্ত যাচ্ছে। এখন তিনি বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রী। পাচ্ছেন একের পর এক সম্মান। প্রায় ৫০ বছরের ফ্যান্টাসি যাকে নিয়ে, সেই মানুষটাই এবার নতুন ড্রিম গার্লের শিরোপা তাকে দিয়ে দিলেন।
কিন্তু দীপিকা নিজেও সম্ভবত এই প্রশংসাটা সবার উপরেই রাখবেন। এই খবর শুনে দীপিকা বলেছেন, হেমাজিকে তিনি খুবই ভালোবাসেন। সূত্র : জিনিউজ
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা