বেশি দিন তিনি চর্চার বাইরে থাকা পছন্দ করেন না। কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় নগ্ন ছবি পোস্ট, তো কখনও বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল। সন্তানের জন্ম দেয়ার পর বেশ কয়েক মাস খবরে ছিলেন না মার্কিন টিভি স্টার কিম কারদাশিয়ান। তাই যখন এলেন, বেশ আলোড়ন ফেলেই।
এবার পাপারাত্জিদের নজরে ছিল কিমের পোশাক। নামেই পোশাক। স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে কিম যখন পার্টিতে ঢুকলেন, তখন কিম প্রায় নগ্ন। দুই সন্তানের জন্ম দেয়ার পর নিজের পুরনো চেহারা ফিরে পেতে যে তিনি মরিয়া চেষ্টা করছেন, তারই হয়তো প্রমাণ দেয়ার চেষ্টা চালিয়েছেন। ওই স্বচ্ছ পোশাকটি এতটাই ডিপ নেক যে, কিমের বক্ষও ছিল প্রায় অনাবৃত।
সূত্র : এই সময়
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা