বলিউডের ছবিতে নিরব নাম লিখিয়েছেন এটা পুরনো খবর। নতুন খবর হলো আজ বিকালে সেই ছবির শ্যুটিং করতে ব্যাঙ্গালোর যাচ্ছেন এই অভিনেতা। দু'একদিন বিশ্রামের পর টানা শ্যুটিং হবে সেখানে। প্রায় এক মাস ক্যামেরার সামনে কাজ করবেন নিরব। বাংলাদেশ প্রতিদিনকে নিরব বলেন, " আজ সোমবার বিকালের ফ্লাইটে ব্যাঙ্গালোর যাবো। পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন দু'একটা দিন সেখানে অবস্থান করে সবার সঙ্গে সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে। এরপর শুরু হবে টানা শ্যুটিং।"
জানা গেছে, দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে শ্যুটিং হবে ফয়সাল সাইফের পরিচালনায় 'বালা' ছবিটির। অভিনেত্রী কবিতা রাধেশ্যামের সঙ্গে এতে আরও অভিনয় করবেন পাকিস্তানের মীরা খান। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের সম্মিলন ঘটতে যাচ্ছে এ ছবিতে। উল্লেখ্য, একইসঙ্গে তিনটি ক্যামেরায় বন্দী করা হবে ছবিটির শ্যুটিং।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ