সন্ধান মিলল অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর। ৪১ দিন পর নিখোঁজ থাকার পর আজ সোমবার দুপুরে তিনি কলাবাগান থানায় এসে হাজির হন।
এদিকে, ফখরুল হাসান বৈরাগী কোথায় কীভাবে কেমন ছিলেন এটা জানানোর জন্য তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ডিএমপি। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মনির।
গত ৭ আগস্ট হঠাৎ নিখোঁজ হন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে স্বামীকে ফিরে পেতে মিডিয়ার শরণাপন্ন হয় বৈরাগীর পরিবার। বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশের দু’দিনের মধ্যে আজ থানায় হাজির হলেন ফখরুল হাসান বৈরাগী।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ