দর্শকের কাছে ছিপছিপে শারীরিক সৌন্দর্যের জন্য বেশ কদর দীপিকা পাড়ুকোনের। অভিনয় প্রতিভার কথা আর নতুন করে না বললেও চলে। ঘনিষ্ঠভাবে চেনেন এমন ব্যক্তিরা মুগ্ধ তার রসবোধেও। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তার প্রমাণ অহরহ।
সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ভিডিও ও ছবির পোস্টে জানিয়েছেন নিজের শখের কথা। সেটা জানাজানি হতেই শোরগোল পড়েছে বলিউডে। দীপিকার পোস্টগুলো বলছে, খাওয়াই না কি নায়িকার একমাত্র শখ। সব সময় না কি খাওয়ার জন্যই মুখিয়ে থাকেন তিনি। এমনকি, একটা কিছু খেতে খেতেও সমানে ভেবে চলেন, আবার কখন খাবেন।
এখানেই শেষ নয়। তিনি যে মিথ্যে বলছেন না, এটা প্রমাণ করার জন্য খাওয়ার একটা ভিডিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে তাকে দেখা যাচ্ছে এক বান্ধবীর সঙ্গে। ফেসবুকের মুম্বাই হেডকোয়ার্টারের ছোট্ট ক্যাফেতে বসে রয়েছেন তারা। উদ্দেশ্য, বিকেলের চা-পান। কিন্তু, ব্যাপারটা কেবল চা-পানেই থেমে নেই। টেবিলের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে অন্তত তিন রকমের টুকিটাকি খাবার মজুত রয়েছে সেখানে। সবকটাই হাই ক্যালোরি-যুক্ত। আর, গোগ্রাসে সে সব খেয়ে চলেছেন দীপিকা এবং তার বান্ধবী।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা