চলতি বছরের ২৬ আগস্ট প্রথম সন্তানের মুখ দেখেন বলিউড দম্পতি শহীদ কাপুর-মিরা রাজপুত। এবার মেয়ের নাম রাখলেন তারা। নিজেদের নামের ইংরেজি বানানের শুরুর দিকের দুটি করে বর্ণ মিয়ে মেয়ের নাম রেখেছেন মিশা।
মেয়ের নাম নিয়ে শহীদ বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন। প্রথম সন্তান, যেন তেন নাম তো আর রাখা যাবে না। ভারতের জাতীয় একটি দৈনিকের খবর অনুযায়ী, বাবা পঙ্কজ কাপুর ও স্ত্রী মিরাকে নিয়ে অমৃতসরও নাকি গিয়েছিলেন। সেখানে মেয়ের নাম ঠিক করার ব্যাপারে এক ধর্মীয় গুরুর সাথেও পরামর্শ করেন তারা। তবে সেই গুরুই এ নাম ঠিক করেছেন কী না, তা অবশ্য জানা যায়নি।
বাবার দায়িত্ব পালনের পাশাপাশি শহীদ এখন ব্যস্ত 'রেঙ্গুন' ছবির শ্যুটিং নিয়ে। বিশাল ভরদ্বাজের এ ছবিটি ছাড়াও সঞ্জয় লীলা বানশালির 'পদ্মাবতী' ছবিটি নিয়েও ব্যস্ত সময় পার করতে হচ্ছে 'উড়তা পাঞ্জাব' খ্যাত তারকাকে। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা