একটি বাক্সের পেছনে ছুটছে পুলিশ। ছুটছে টালিগঞ্জের একাধিক তারকা। বাক্সটি 'কাম রাঙ্গা' চকোলেটের। এটি খাওয়ার কোন চকোলেট নয়, ওই ফ্লেভারের কনডমের প্যাকেট। কিন্তু কেন একটি কনডমের প্যাকেটের খোঁজে হন্যে হয়ে ঘুরছে টলিপাড়া?
আসলে 'কাম রাঙা' চকোলেট ফ্লেভারের ওই কনডমের বাক্সেই লুকিয়ে যত রহস্য! যে রহস্যের কিনারা করতেই হন্যে টলিপাড়া!
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ভাই সুজন মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি 'চকোলেট'। যে ছবির গল্পের কেন্দ্রে রয়েছে 'কাম রাঙা' নামে এক চকোলেট ফ্লেভারের কনডমের বাক্স। তার মধ্যেই এক পুলিশের সোনার আংটি লুকিয়ে রেখেছে এক চোর। পুলিশ বেচারাকে সেই আংটি উপহার দিয়েছিল আবার তার প্রেমিকা। তাই তো এ নিয়ে এত হৈ চৈ।
অনেক বছর পরে এই ছবির সৌজন্যে একসঙ্গে পর্দা ভাগ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষ। পরমব্রত এই ছবির পুলিশ আর রুদ্রনীল চোর।
পরমব্রতর প্রেমিকার চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। এছাড়া কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, কমলিকা মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আসন্ন পূজায় 'চকোলেট' প্রেক্ষাগৃহের মুখ দেখবে বলে জানা গেছে।
চকোলেট ছবির ট্রেলার:
বিডি-প্রতিদিন/এস আহমেদ