শুভশ্রীর বেডরুমে তিনি গেলেন। গেয়ে দেখলেন, জামা পরতে ব্যস্ত নায়িকা। পিঠের বেশ কিছুটা খোলা। অনেক টেনে-হিঁচড়েও চেনটা লাগাতে পারছেন না তিনি! জিৎ এক টানে চেনটা তুলে দিতেই শুরু হল যতো বিপত্তি! স্বাভাবিক! শত্রুপুরীতে এমন ভুল কি আর কেউ করে! না হয় অনেক দিন একসঙ্গে কাজ করেননি জিৎ- শুভশ্রী। তাই বলে কী এখন থেকে তাঁদের শত্রু বলা হবে?
ব্যাপারটা ঠিক সে রকম নয়। রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’-এর সূত্রে আবার একসঙ্গে কাজ করছেন জিৎ- শুভশ্রী। সঙ্গে রয়েছেন সায়ন্তিকাও। সেই ছবির গল্প অনুযায়ীই শুভশ্রী জিতের শত্রুর মতো। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে হুইল চেয়ার বন্দি সব্যসাচী চক্রবর্তীকে। চিত্রনাট্যে তিনি নায়কের দাদা। জন্মদিনে তাঁর একটাই ইচ্ছা- বোনের সঙ্গে দীর্ঘ দিনের ব্যবধান দূর হোক!
সেই সূত্রেই ড্রাইভার সেঁজে জিৎ পৌঁছেন অঞ্জনা বসুর বাড়িতে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করেছিল অনেকটা ভুল বুঝাবুঝি, শত্রুতা আর ত্রিকোণ প্রেম। জানা যায়, আর কিছু দিন পরই এই ছবিটা মুক্তি পাবে।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/এ মজুমদার