মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এই সময়ের সবচে' বড় দানব বলে মন্তব্য করেছেন মার্কিন কমেডি সিরিজ ‘ট্রান্সপারেন্ট’-এর নির্মাতা জিল সলোওয়ে। এ বছরের অ্যামি অ্যাওয়ার্ড জয়ী সলোওয়ে আরও বলেন, ট্রাম্প হলেন হিটলারের উত্তরসূরি। খবর ইউএসএ টুডে'র।
‘ট্রান্সপারেন্ট’ সিরিজ পরিচালনার জন্য অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জিল সলোওয়ে। পুরস্কার গ্রহণের পর ট্রাম্পের কড়া সমালোচনা করে সলোওয়ে বলেন, ‘আমাদের যে কোনো সুযোগে এটা বলতে হবে আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে ভয়ঙ্কর দানবদের একজন হলেন ট্রাম্প। তিনি পরিপূর্ণভাবেই একজন দানব। যখনই সুযোগ পাবো, তাকে আমি হিটলারের উত্তরসূরি হিসেবেই অভিহিত করবো।’
ট্রাম্পকে নিয়ে সলোওয়ে আরও বলেন, ‘এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক ওই কাজটিই করছেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ করছেন। সুন্দরী প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বীদের মতো দেখতে না হলে তিনি মানুষদের শুকর বলছেন। আমাদের সমস্যার জন্য তিনি দায়ী করছেন মুসলিমদের, মেক্সিকানদের। তিনি প্রতিবন্ধীদের নিয়ে কৌতুক করছেন। এটা আসলে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ রচনা করা।’
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ