সম্প্রতি ইউটিউবে প্রকাশ হলো বিজ্ঞাপন নির্মাতা ওয়াহিদ তারেক পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলগা নোঙর’-এর ট্রেলার। মূলত ১৯৯০ সালে চট্টগ্রাম বন্দরের একটি ঘটনাকে কেন্দ্র করেই এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে। বন্দরের একটি হাসপাতালের প্যাথলজি ডিপার্টমেন্টে চাকরির পাশাপাশি রাতদিন পরিবারের জন্য কাজ করে একটি মেয়ে। সাধারণ এই মেয়ের সঙ্গে একদিন দেখা হয় তিন যুবকের। এভাবেই এগিয়ে যায় গল্প।
‘আলগা নোঙর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফাইজুর মিল্টন, সুমন আনোয়ার, ইলোরা গহর, বর্ষণসহ আরও অনেকে। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে এটি।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ