বলিউডে অভিনেত্রীর চেয়ে ফ্যাশন আইকন হিসেবে বেশি খ্যাতি সোনম কাপুরের। অভিনয়ের যা-ই হোক, ফ্যাশনে খুব কম তারকাই সাহস করেন তাকে টেক্কা দেয়ার। এমনকি নিজেকে সোনমের সমকক্ষ ভাবতেও নারাজ অনেকে। এ-ই যখন অবস্থা তখন সোনমের সঙ্গে নিজেকে তুলনা করার সাহস করলেন বলিউডের এক তারকা!
কেউ সেই সাহসী? হ্যাঁ, আগেই বলে রাখা ভালো তিনি কোনো নারী নন, পুরুষ। তবে সোনমের সাথে তার তুলনা চলবে কেন? ঠিকই ধরেছেন। অভিনেতা রনবীর কাপুর নিজেকে তুলনা করেছেন সোনমের পুরুষ ভার্সন হিসেবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা