চলতি বছরের আগস্টে প্রথম সন্তানের মুখ দেখেছেন শহীদ কাপুর। গণমাধ্যমে ছবি আসতে না দিলেও অন্য সব খবর ঠিকই আসছে। সম্প্রতি বেশ ঘটা করে মেয়ের নাম রেখেছেন। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনও ভালো চলছে শহীদের। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি 'উড়তা পাঞ্জাব' তো বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ডই বাঁধিয়েছিল।
শহীদের সুসময় নিয়ে সাবেক প্রেমিকা কারিনা কাপুরও এবার মুখ খুললেন। কারিনা বলেন, আমার তাকে অভিনন্দন জানিয়েছি। তার খুব ভালো সময় যাচ্ছে। আমি মনে করি বাচ্চাটি পৃথিবীতে আসার সাথে সাথে তাদের সুসময় শুরু হয়ে গেছে। এখন যা ঘটবে সবই ইতিবাচকই ঘটবে।
এখন শহীদ তার 'রেঙ্গুন' ছবিটি নিয়ে ব্যস্তু। যেখানে তিনি কারিনার স্বামী সাইফ আলী খানের সাথে কাজ করছেন। সাইফের সাথে এটাই শহীদের প্রথম কাজ। আর 'উড়তা পাঞ্জাব' ছবিতে সাবেক প্রেমিকা কারিনাকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন শহীদ। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা