আদনান বাবুর পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশন এর জন্য সম্প্রতি নির্মিত হলো বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান 'গীতি আলাপন'।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন-হায়দার হোসেন, এস ডি রুবেল, তিশমা, মিলন মাহমুদ-নাজু আখন্দ, কাজী শূভ-খেয়া (দ্বৈত) এবং আদনান বাবু। সূচনা সঙ্গীত গেয়েছেন ফাহমিদা নবী ও আদনান বাবু। এ ছাড়া রয়েছে কয়েকজন সাধারণ দর্শক এর কন্ঠে কয়েকটি গানের অংশ বিশেষ এবং নির্বাচিত একজন ভাগ্যবান দর্শকের প্রিয় শিল্পীর সঙ্গে আলাপচারিতা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
বিডি প্রতিদিন/হিমেল