পাদপ্রদীপের সবটুকু আলো তাদের ঘিরে। তাই ভালো কিছু করলে কান ফাটানো হাততালির আওয়াজ আর খারাপ কিছু করলে তার উল্টো। ঠিক সে কারণে আবারও আলোচনায় আসলেন শাহরুখ খান। তবে এবারে তার কপাল মন্দ। সামান্য ঘটনার কারণে তার সমালোচনায় মেতেছে নিজ দেশের সংবাদমাধ্যমগুলোই।
নিজের কাজের প্রতি ভীষণ নিবেদিত প্রাণ শাহরুখ। ভক্তের জন্যও তার ভালোবাসার ফিরিস্তি নতুন করে আর নাই শুনালাম। কিন্তু সবসময় পরিস্থিতি তো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। সেজন্য জন্ম হলো নতুন বিতর্কের। শাহরুখ এখন তুরস্কে 'দ্য রিং' ছবির শ্যুটিংয়ে। সেখানেই শ্যুটিং চলাকালে এক লোক সেলফি তুলছিলেন শাহরুখের সাথে। কিন্তু সেলফি তুলতে এতটাই মগ্ন ছিলেন একসময় ঢুকে পড়েন শ্যুটিং জোনের ভিতরে। শাহরুখ রাগ সামলাতে পারেননি। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন সেই ভক্তকে। এমন কাণ্ডের জন্য এখন দুয়োধ্বনিও শুনতে হচ্ছে সমানে। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা