অন্তঃসত্ত্বার চরিত্রে আর অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন কারিনা কাপূর। শোনা যাচ্ছিল, ‘বীরে দি ওয়েডিং’ নামের একটি ছবিতে কারিনা কাপূর খানের চরিত্র অন্তঃসত্ত্বা।
সেই প্রসঙ্গেই নায়িকা এবার জানালেন, খবরটা ভুল। ‘প্রেগন্যান্ট ওম্যান সাজছি না’ বলে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’এর শ্যুটিং শুরু হওয়ার কথা অক্টোবরে। ছবিতে কারিনার সঙ্গে রয়েছেন সোনম কাপূর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।
বিডি প্রতিদিন/হিমেল