তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা আর নানা রটনা নিয়ে প্রচারিত হয় ‘স্টার ওয়ার্ল্ড’। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ফারজানা রিক্তার উপস্থাপনায় ‘স্টার ওয়ার্ল্ড’-এর ১০০তম পর্ব প্রচার হবে বাংলাভিশনে।
‘স্টার ওয়ার্ল্ড’ থাকছে দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানান আলোচিত ঘটনা, স্ক্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও। এছাড়াও হলিউড, বলিউড ও ঢালিউডের বিভিন্ন গসিপ, সিনেমাসহ শ্যুটিং স্পটের নানান খবরাখবর তো থাকছেই।
'স্টার ওয়ার্ল্ড' অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা