আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত বাংলা সিনেমা ‘ভালো থেকো'র মহরত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আট নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়া উপস্থিত ছিলেন ছবিটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি, পরিচালক জাকির হোসেন রাজু ও নায়িকা তানহা তাসনিয়া।
নতুন সিনেমা ‘ভালো থেকো’ সম্পর্কে বলতে গিয়ে নায়ক আরিফিন শুভ বলেন, 'জীবনে আমাদের অনেক মানুষের সাথে পথ চলতে হয়। সবার সাথেই যে সম্পর্ক ভাল থাকে— তা না। এরপরও দিন শেষে আমরা খুব কমই বলতে পারি ‘ভালো থেকো।'
নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘ এই ছবিটি আমাদের ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলে আশা করি।’
জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘আমার প্রথম ছবি ‘জীবন সংসার’ থেকে শুরু করে সর্বশেষ ছবি ‘নিয়তি’ সবকটি দর্শক সপরিবারে দেখতে পেরেছেন। ‘ভালো থেকো’ও সবার ছবি। এতে আমি একটি পরিবারের গল্প বলতে চেয়েছি।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজী হায়াত, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, মো. ইকবাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম