ভারতের দিল্লিতে জন্ম, বড় হওয়া বেঙ্গালুরুতে। দক্ষিণী ছবিতে ৯ বছর অভিনয় করলেও ২৬ বছর বয়সী কৃতি খরবন্দা ঠিক করেছিলেন কখনও অন-স্ক্রিন চুমু খাবেন না। কিন্তু, সেই ধারণাটা পাল্টে গেল বলিউডে পা রেখে। যাবেই বা না কেন। তার প্রথম ছবি ‘রাজ রিবুট’-এ যে বলিউডের সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হামশি। তবে, প্রথমবার বলে বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। তবে, ইমরানের এক কথাতেই পাল্টে যায় পুরো চিত্র। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারের এমনটাই জানিয়েছেন কৃতি খরবন্দা।
এক প্রশ্নের জবাবে নায়িকা বলেন, চুমু খাওয়াটা সাহস হিসেবে ধরা হলে, সেটা আমার আছে। তবে হ্যাঁ, যেহেতু কোনও দিন চুম্বন দৃশ্যে আগে অভিনয় করিনি, তাই একটু ভয় তো ছিলই। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই ইমরান এমন প্রোভোক করল, যে...
কীভাবে প্রোভোক করলেন?
আসলে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু, শ্যুট শুরু হওয়ার পরই ইমরান বলল, ‘‘সে কি, তুমি চুমু খেতে পার না? এ বাবা!’’ এবং বিশ্বাস করুন, ওই একটা কথায় কাজ হয়ে গেল। মনে হল, ঠিকই তো। এটা আর কি এমন কাজ? তারপর, প্রতিটা দৃশ্য এক টেকে ওকে হয়ে গেল। পরে ইমরান বলল, ও আসলে আমাকে প্রিপেয়ার করছিল।
বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব