রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'মিরজিয়া ' তাদের দু'জনেরই প্রথম ছবি৷ তাদের রসায়ন বলিউড পাড়ায় আপাতত আলোচনার প্রধান বিষয়বস্তু। কথা বলছিলাম বলিউডের দুই নবাগত হর্ষবর্ধন কাপুর আর সায়ামি খের কে নিয়ে। 'মিরজিয়া' ছবিতে হর্ষবর্ধন কাপুর আর সায়ামি খের -এর চুম্বন এবং 'লাভ -মেকিং ' দৃশ্য আলোচনার জন্ম দিয়েছে৷ ট্রেইলারে সেই দৃশ্যের কিছুটা দেখা গিয়েছে৷
কিছুদিন আগে সাড়ম্বরে ছবির মিউজিক রিলিজ হয়ে গেল৷ যেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সকল সদস্যরা৷ নিজের প্রথম ছবির জন্য যে কোনও অভিনেতাই তার সেরাটাই দিয়ে থাকেন৷ একটু বোধহয় সতর্কও থাকেন৷ কিন্তু হর্ষবর্ধন এবং সায়ামি দু'জনের বেলাতেই দেখা যাচ্ছে তারা অত্যন্ত সাবলীল৷ চুমু এবং প্রেমের দৃশ্যে কোনও রকম জড়তা তাদের ভেতর ছিলনা। আড়ষ্টতার ছিটেফোঁটাও তাদের মধ্যে নেই৷ 'মিরজিয়া ' পাঞ্জাবের এক লোকগাথা , যেটাকে ওমপ্রকাশ নিজস্ব ঢঙে সামনে তুলে ধরেছেন৷
প্রসঙ্গত হর্ষবর্ধন অনিল কাপুরের ছেলে , সোনম কাপুরের ভাই৷ 'মিরজিয়া ' দিয়েই তার অভিষেক৷ মানে , আরেক স্টার কিড এর আবির্ভাব৷ স্বাভাবিকভাবেই সব চোখ যে তারই দিকে থাকবে বলাই বাহুল্য৷ কে বলতে পারে, এর থেকেই হয়তো উঠে আসতে পারে আরেক স্টার৷
বিডি-প্রতিদিন/তাফসীর