ইফতেখার এক মাজারের খাদেমের বাসায় আশ্রিত থেকে খাদেমের পরিবার ও খাদেমের মেয়ের দেখাশোনা করেন। তার বাসার আনুষাঙ্গিক কাজ করে দেন। খুবই অনুগত ইফতেখার। এরই অংশ হিসেবে ওই মাজারের বিবর্ণ দেওয়াল সুন্দর করার জন্য রঙ করার দায়িত্ব নেন। তুলির রঙে রঙে মাজারকে বর্ণিল করে তোলেন ইফতেখার। কে এই ইফতেখার? ইফতেখারের ভূমিকায় যিনি রয়েছেন তার নাম সাইমন সাদিক।
মানিকগঞ্জে গত বুধবার থেকে শুরু হয়েছে 'জান্নাত' চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে জুটিবদ্ধ হয়েছেন নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে জান্নাত ছবির শুটিং এর কয়েকটি ছবি প্রকাশ করেছেন সাইমন। এই চলচ্চিত্রের একটি সিকোয়েন্সে সাইমনকে পেইন্টার হিসেবে দেখা গেল।
বিডি প্রতিদিন/এ মজুমদার