বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদ এই মুহূর্তে ভারতের বিপক্ষে বল করছেন হায়দরাবাদে। ম্যাচের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। এ জন্য তাসকিনকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো 'মীরাক্কেল' উপস্থাপক মীর আফসার আলী।
বৃহস্পতিবার সকালে তাসকিন উইকেট নেয়ার পর তার ছবি পোস্ট করে ফেসবুকে মীর লিখেছেন, কয়েক বছর আগে (মনে হয় ২০১২) ঢাকার ফ্লাইট ধরার জন্য কলকাতা বিমানবন্দর লাউঞ্জে অপেক্ষা করছি। হঠাৎ এই ছেলেটি মিষ্টি মুখে এগিয়ে এসে ছবি তুলতে চাইলো। পরে... অনেক পরে এক পরিচিত ব্যক্তির কাছে জেনেছিলাম, ছেলেটির নাম তাসকিন আহমেদ। একটু আগে হায়দরাবাদের উপলে তাসকিন যখন রাহুলের উইকেটটা নিল ম্যাচের প্রথম ওভারেই, ওই দিনটার কথা মনে পড়ে গেল। ভারতের মাটিয়ে প্রথম টেস্ট খেলতে আসা বাংলাদেশকে অভিনন্দন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা