শাহরুখ কন্যা সুহানার অভিনয়ের যাত্রার শুরুটা হল মঞ্চ থেকেই। জানা যায়, সুহানা এর মধ্যেই একটি থিয়েটার গ্রুপের অংশ। বিখ্যাত রূপকথার গল্প ‘সিনডেরেলা’ নাটকে একাই মঞ্চ কাঁপিয়ে দিলেন তিনি। সুহানার সিনডেরেলার চরিত্রেই অভিনয় করছিলেন। তাঁর অভিনয় দেখলেই বোঝা যাবে যে কিভাবে একটি চরিত্রকে এগিয়ে নিয়ে যেতে হয় তা তিনি জানেন।
অভিনয়ের সময় দর্শকদের নজরও কাড়তে জানেন সুহানা। সারা মঞ্চ জুড়ে শুধুই তিনি ছিলেন। বাকি চরিত্রগুলির অংশ খুবই সামান্য ছিল।
সুহানার মঞ্চে অভিনয়ের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। শাহরুখ ভক্তরা মনে করছেন যে, এই বোধহয় অভিনয়ের হাতে খড়ি হয়ে গেল সুহানার। এবার শুধু বলিউডে পা রাখার পালা। খুব শীঘ্রই সুহানাকে বড় পর্দায় দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। তার অভিনয় দেখেই বোঝা যাচ্ছে যে, বাবার কাছ থেকে ভালোই গাইডেন্স পান সুহানা।
বিডি প্রতিদিন/এ মজুমদার