বলিউড অভিনেতা আমির খানকে হিন্দি সিনেমা ছাড়াও ‘সত্যমেব জয়তু’ নামের একটি টিভি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি। সেই অনুষ্ঠানের সঞ্চালনা তিনি করেছিলেন হিন্দি ভাষায়। এবার তিনি মারাঠি ভাষায় নির্মিত অনুষ্ঠান ‘তুফান আলায়া’তে অংশ নেবেন। সম্প্রতি টুইটারে তিনি প্রকাশ করেছেন অনুষ্ঠানটির ট্রেইলার।
আমির খান অনেক আগের থেকেই সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো নিয়ে কাজ করে আসছেন আমির। এই তারকার সেরকমই একটি প্রকল্প হলো ‘পানি ফাউন্ডেশন’। ভারতের পানি সঙ্কট নিয়ে কাজ করে এই সংস্থা। তাদেরই উদ্যোগে মহারাষ্ট্রের পানি সঙ্কট মোকাবেলায় তৈরি হচ্ছে অনুষ্ঠানটি।
টুইটারে অনুষ্ঠানটির ট্রেইলার প্রকাশ করে আমির লিখেছেন, “মারাঠি চ্যানেলগুলোর জন্য বড় একটি প্রকল্পে কাজ করছি। দেখুন তার ট্রেইলার।”৮ এপ্রিল থেকে অনুষ্ঠানটি দেখা যাবে কয়েকটি মারাঠা চ্যানেলে।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২