'নৃ : সন অব সয়েল' নামে ছবিটি নিয়ে অনেক স্বপ্ন ছিল তরুণ নির্মাতা রাসেল আহমেদের। ছবিটির শ্যুটিং সম্পন্নও হয়েছে। কিন্তু ছবিটি আলোর মুখ দেখার আগেই পৃথিবী ছাড়লেন তিনি। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাসেল আহমেদের (ইন্নালিল্লাহ…রাজিউন)।
রাসেল আহমেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল সোমবার। এদিন বিকেলে অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কিন্তু ফেরানো যায়নি তাকে।
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে রাসেল আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, তরুণ ফিল্মমেকার রাসেল আহমেদ আর নাই! এটা কি যাওয়ার সময়? প্রথম ছবিটা শেষ না করেই? রাসেল আমাকে এক দুই বার ফোন দিয়েছিলো, একবার ট্রেলার নিয়ে দেখা করেছিলো! ওর স্বপ্নবিভোর চোখ দুইটা মনে পড়ছে, আর মনে পড়ছে ছবিটা শেষ করার আকুতি!
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৭/ফারজানা