জনপ্রিয় বিদেশি ধারাবাহিক 'সুলতান সুলেমান'র পঞ্চম মৌসুম দীপ্ত টেলিভিশনে ২০ মে থেকে প্রচার শুরু হচ্ছে। বছরের শুরুর দিকে প্রচার শুরু হয়েছিল এ ধারাবাহিকের চতুর্থ মৌসুম। ২০ মে থেকে ফের সপ্তাহের ছয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’।
বাংলায় ডাবিং করা এই ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র সুলতান, হুররাম সুলতান, হেতিজে সুলতান শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। টেলিভিশনটির সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি হলো পঞ্চম মৌসুম। তবে এ মৌসুমেই ধারাবাহিকটি শেষ করা হবে কী না- তা এখনই বলা যাচ্ছে না।
প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীতে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। সেই কাহিনি নিয়েই 'সুলতান সুলেমান' ধারাবাহিকটি নির্মিত হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৭/ফারজানা