ব্লকবাস্টার হিট 'কাবালি'র পর এবার 'টু পয়েন্ট জিরো' সিনেমা মুক্তি পাচ্ছে রজনীকান্তের। চলতি বছরের মে মাসের শেষ দিকে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করবেন রজনীকান্ত। ছবিটি নির্মাণ করছেন 'কাবালি' খ্যাত নির্মাতা পা রঞ্জিত।
ছবিটিতে রজনীকান্তের নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী হুমা কোরেশীকে চূড়ান্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এর আগে রজনীকান্তের ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা ও রাধিকা আপ্তে।
ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে জানায়, ছবিটিতে রজনীকান্তের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন হুমা কোরেশী। রজনীকান্তের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি স্বভাবতই খুব খুশি হয়েছেন। ২৮ মে থেকে মুম্বাইয়ে শ্যুটিং শুরু হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন রজনীকান্তের জামাতা অভিনেতা-নির্মাতা ধানুশ।
(বলিউড লাইফ অবলম্বনে)
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৭/ফারজানা