শাড়ি পরে জলে নামলেন তিনি। আর তাতেই কুপোকাত ইন্টারনেট দুনিয়া। তার শাড়ির লুক যে কোনও বিকিনি কন্যার সৈকতে আগুন ছড়ানোর তুলনায় আরও বেশি দমদার, তা না দেখলে বিশ্বাস করবেন না।
অভিনেত্রী থেকে ক্রিকেট প্রেসেন্টার, যখন যেখানে গিয়েছেন, সেখানেই কম্পন ধরিয়েছেন মন্দিরা বেদি। শুধু অভিনয় বা ক্রিকেট প্রেসেন্টার হিসেবেই নয়, যে কোনও রিয়েলিটি শোতেও মন্দিরাকে সব সময় লেগেছে।
বিডি প্রতিদিন/ ১৬ মে /আরাফাত