আমেরিকার জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনিতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। ডিজনির নেটওয়ার্ক হ্যাক জনি ডেপের 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন নো টেলস'সহ বেশ কিছু সিনেমার ক্লিপ ও গুরুত্বপূর্ণ ভিডিও চুরি করেছে হ্যাকাররা। ডিজনির প্রধান নির্বাহী বব আইগার নিজেই এ তথ্য জানিয়েছেন।
মুক্তি পেতে যাওয়া বিশাল বাজেটের ছবিগুলোর জন্য বড় অঙ্কের অর্থও দাবি করেছে হ্যাকাররা। অন্যথায় সিনেমার ক্লিপগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
তবে হ্যাকারদের কোনো অর্থ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। তারা বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দ্বারস্থ হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ মে, ২০১৭/ফারজানা