'কাবি খুশি, কাবি গাম' সিনেমায় বচ্চন দম্পতির উপস্থিতি ও রসায়ন এখনো ভক্তদের মনে গাঁথা আছে নিশ্চয়! অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন এই দম্পতির ক্যামিও চরিত্রে উপস্থিতিও যে সিনেমার নতুন মোড় তৈরি করতে পারে সেটাও প্রমাণিত। কারণ অভিনয় দক্ষতা এবং দুজনের রোমান্স সিনেমার কাছে টেনে নেয় দর্শককে।
গেল বছর মুক্তি পেয়েছে আর বালকি পরিচালিত সিনেমা কি অ্যান্ড কা। এতে ক্যামিও চরিত্রে উপস্থিত হন তারা। এখানে তাদের সাবলীল উপস্থিতি যে কাউকেই মুগ্ধ করেছে নিশ্চিতভাবে। শুধু এখানেই না দীপক সাওয়ান্ত ভোজপুরির সিনেমা গঙ্গা দেবীতেও অতিথি চরিত্রে তাদের উপস্থিতি ভোলার মত না।
অতিথি চরিত্র দিয়ে তাদের পর্দায় দেখা গেলেও পুরো সিনেমা জুড়ে তাদের অভিনয় মিস করেন ভক্তরা। কেননা কাভি খুশি কাভি গাম সিনেমার পর তাদের পর্দায় দেখা যায়নি একসঙ্গে। এই দম্পতির ভক্তদের জন্য সুখবর হচ্ছে অমিতাভ জয়া আবারো উপস্থিত হচ্ছেন নতুন চলচ্চিত্র নিয়ে। যেখানে ক্যামিও দিয়ে নয় বরং পুরো চলচ্চিত্র জুড়েই থাকবেন তারা।
অমিতাভ বচ্চন অভিনীত পিকু চলচ্চিত্রের নির্মাতা সুজিত সরকারের আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে অমিতাভ-জয়াকে, এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সুজিতের এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ১৯৭০ সালের এমন এক সুবর্ণ দম্পতির গল্প ফুটে উঠবে সিনেমাটিতে যাদের বিয়ের ৪০ বছর পার হয়েছে এবং তাদের বৃদ্ধ বয়সের গল্প প্রাধান্য পাবে এখানে। তারা সারাক্ষণ ভয়ে থাকেন তবে সেটা মৃত্যুভয় না। একসঙ্গে না থাকতে পারার ভয়, কেউ একজন যদি আগে মারা যান তাহলে অন্যজনের কি হবে এসবই তাদের ভয়।
সেই সূত্রমতে, এই সিনেমার গল্প অনেকটাই ১৯৭৩ এবং ১৯৭৫ সালে মুক্তি পাওয়া রিশিকেশ মুখার্জি পরিচালিত অভিমান এবং মিলি চলচ্চিত্র দুটোর মত।
সূত্র: ডিএনএ নিউজ
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/ ই জাহান